বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আরও কমলো

পোস্ট হয়েছে: আগস্ট ১৫, ২০২০ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ৯৫ হাজার ৬৩০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৪১ হাজার ৭০ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (শনিবার) এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন,২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬১ জন। গতকাল এ সংখ্যা ছিল ১৬৯। এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ১৯ হাজার ৪৯২ জনে পৌঁছেছে। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ২৪৫ জন।

এদিকে,সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন প্রায় সাত লাখ ৬৪ হাজার ব্যক্তি। এছাড়া,আক্রান্তের সংখ্যা অন্তত দুই কোটি ১৩ লাখ ৮০ হাজার।

মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।পার্সটুডে।