রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে করোনাভাইরাস কার্টুন প্রতিযোগিতায় ৪০ দেশের অংশগ্রহণ

পোস্ট হয়েছে: মার্চ ১৬, ২০২০ 

news-image

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে সচেতনতা তৈরির লক্ষে ইরানের চালু করা আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতায় এ পর্যন্ত বিশ্বের ৪৬টি দেশ থেকে শিল্পকর্ম দাখিল করা হয়েছে। প্রতিযোগিতাটির আয়োজক প্রতিষ্ঠান ইরানের আর্ট ব্যুরোর ভিজুয়াল আর্টস অফিসের পরিচালক মাসুদ শোজায়েই-তাবাতাবাই এই তথ্য জানিয়েছেন।



কার্টুন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি শিল্পকর্ম জমা দিয়েছেন চায়না শিল্পীরা। তারা মোর্ট ৩২টি কার্টুন দাখিল করেছেন। এছাড়া ভারত, পোল্যান্ড, সারবিয়া ও ইউক্রেন থেকে আরও কয়েক ডজন কার্টুন জমা পড়েছে।



প্রতিযোগিতায় অংশ নেওয়া শিল্পীদের মধ্যে জার্মানির রিধা, সারবিয়ার তোসো বোরোকোভিক ও ইতালির পাওলো ডালপোন্টে অন্যতম।


শোজায়েই-তাবাতাবাই বলেন, দাখিলকৃত শিল্পকর্ম থেকে বাছাইকৃত কার্টুনগুলো ইরানের বড় কার্টুন সংবাদ বিষয়ক ওয়েবসাইট ইরানকার্টুন ডটআইআর এ প্রকাশ করা হবে।



আগ্রহী কার্টুনিস্টদের তাদের শিল্পকর্ম ৩০ মার্চ এর পূর্বে ইরান আর্ট ব্যুরো বরাবর দাখিল করার অনুরোধ জানানো হয়েছে।


‘‘উই ডিফিট করোনাভাইরাস’’ স্লোগানে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় সহযোগিতায় রয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: তেহরান টাইমস।