ইরানে ‘করোনাটেক ২০২০’ শুরু
পোস্ট হয়েছে: জুন ১৭, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/06/3475718-1.jpg)
ইরানে করোনাভাইরাস মোকাবেলায় সংশ্লিষ্ট পণ্যসামগ্রী নিয়ে ‘করোনাটেক ২০২০’ প্রদর্শনী শুরু হয়েছে। এতে ইরানের পঞ্চাশের অধিক বিজ্ঞানভিত্তিক কোম্পানি ও স্টার্টআপ তাদের সর্বশেষ পণ্য ও অর্জনাবলি প্রদর্শন করছে।
শনিবার তেহরান পারমানেন্ট ইন্টারন্যাশনাল ফেয়ারগ্রাউন্ডসে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির উদ্যোগে ‘সার্জ ইন প্রোডাকশন অ্যান্ড করোনা কন্টেইনমেন্ট অ্যাচিভমেন্ট’ শীর্ষক করোনা পণ্যের এই প্রদর্শনী শুরু হয়।
‘করোনাটেক ২০২০’ এ কোভিড-১৯ মোকাবেলায় ব্যবহৃত ইরানের বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর নিজস্ব তৈরি মেডিকেল সরঞ্জাম, করোনাভাইরাস শনাক্তকরণ কিট, ফেস মাস্ক তৈরির কাঁচামাল, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), জীবাণুনাশক ইত্যাদি পণ্য দেখানো হচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।