ইরানে কমছে গ্রামীণ জনসংখ্যা
পোস্ট হয়েছে: নভেম্বর ২৪, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/11/12_rural-1.jpg)
ইরানে গ্রামাঞ্চলে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। দেশটির জনসংখ্যার ২৯ ভাগ হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠী। ইরানের মোট জনসংখ্যা ৮০ মিলিয়ন বা ৮ কোটি। জনসংখ্যা বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে হুঁশিয়ার করে দিয়েছেন, ২০৫০ সাল নাগাদ ইরানের গ্রামাঞ্চলে জনসংখ্যা আরো ২০ ভাগ হ্রাস পাবে।
ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহান, খোরাসান, খুজেস্তান, কেরমানশাহ ও পশ্চিম আজারবাইজানে জনসংখ্যা বৃদ্ধির হার সবচাইতে বেশি। গত ২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তেহরান শহরে ৩ লাখ ৮০ হাজার মানুষ ইরানের বিভিন্ন গ্রাম থেকে এসে বসতি গড়েছে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন