ইরানে ঐতিহাসিক হাম্মামখানা বাগে-ফিন সংস্কারের উদ্যোগ
পোস্ট হয়েছে: জুন ৩০, ২০২১

উনিশ শতকের মাঝামাঝি ইরানের বাগে-ফিনেই জনপ্রিয় সংস্কারক প্রধানমন্ত্রী মির্জা তাকি খান যিনি আমির কবির হিসেবে পরিচিত ছিলেন তাকে কাজার সম্রাট নাসের আল-দিন শাহ’র নির্দেশে হত্যা করা হয়। বাগে-ফিন হাম্মাম খানাটি ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। হাম্মাম খানা মানে গোসল খানা। ইরানের কাশান শহরে সবুজাভ বাগানে বাগে-ফিন হাম্মাম খানাটি অবস্থিত। দেশ-বিদেশের অনেক পর্যটক এ হাম্মাম খানাটি দেখতে আসেন। ইরানি মুদ্রায় এক বিলিয়ন রিয়াল বা ২৩ হাজার ৮শ মার্কিন ডলার খরচে এটির সংস্কার কাজ শুরু হচ্ছে। তেহরান টাইমস