ইরানে এসেছে ইতালির যুদ্ধজাহাজ ‘ইউরো’
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০১৬

ইতালির নৌবাহিনীর একটি জাহাজ ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ‘বন্দর আব্বাসে’ নোঙ্গর করেছে। দু’দেশের মধ্যে সামরিক সম্পর্ক শক্তিশালী করার অংশ হিসেবে ইতালির এ যুদ্ধজাহাজ ইরান সফরে এসেছে।
শনিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসে নোঙ্গর করে ইতালির যুদ্ধজাহাজ‘ইউরো’।
দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা সম্পর্কে ইরানের প্রথম নৌ অঞ্চলের কামন্ডার অ্যাডমিরাল হোসেইন আজাদ বলেছেন,তার দেশের সঙ্গে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক সম্পর্ক শক্তিশালী করতে চার দিনের সফরে ইরানে এসেছে ইতালির যুদ্ধজাহাজ ‘ইউরো’। তেহরানে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মাউরো কোনসিয়াতোরি এবং দেশটির সামরিক অ্যাটাশের সঙ্গে সাক্ষাতের পর অ্যাডমিরাল আজাদ এ তথ্য জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক রীতি অনুযায়ী বন্ধুপ্রতিম দেশগুলোর নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রতি বছর একে অপরের দেশ সফর করে থাকে। এই রীতির অংশ হিসেবে ইরানের যুদ্ধজাহাজ আন্তর্জাতিক পানিসীমায় উপস্থিত হওয়ার পাশাপাশি বিশ্বের বহু দেশ সফর করেছে।
অ্যাডমিরাল আজাদ বলেন, শত্রুরা ইরানের সামরিক সক্ষমতাকে উপেক্ষা করার এবং ইরানবিদ্বেষ ছড়িয়ে দেয়ার চেষ্টা করলেও বিশ্বের বহু দেশ তেহরানের সঙ্গে সামরিক সহযোগিতা করে যাচ্ছে। এ সহযোগিতার অংশ হিসেবে ইতালির যুদ্ধজাহাজ ইরান সফরে এসেছে।