বুধবার, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে এশীয় চিতার প্রজননের ওপর কর্মশালা

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৭, ২০১৮ 

news-image

ইরানে বিপন্ন প্রজাতির প্রাণী এশীয় চিতার প্রজনন পদ্ধতির ওপর অনুষ্ঠিত হয়ে গেল দুদিনব্যাপী কর্মশালা । দেশটির পরিবেশ অধিদপ্তরে ২২ থেকে ২৩ ডিসেম্বর কর্মশালাটি অনুষ্ঠিত হয়। খবর বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির।

ওয়ার্কশপ পরিচালনা করেন বিপন্ন বন্যপ্রাণী বিষয়ক ট্রাস্ট ইটিডব্লিউ কারনিভোর কনজারভেশন প্রোগ্রামের দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের আঞ্চলিক সমন্বয়ক ভিনসেন্ট ভ্যান ডার মেরে।

ন্যাশনাল জিওগ্রাফির ভান ডার মেরে চিতার ঘটক হিসেবেও পরিচিত। তিনি বর্তমানে ইটিডব্লিউ এর মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় মিশ্র প্রজাতির (পৃথক স্থানে বসবাসরত একই প্রজাতির নর-নারীর প্রজননের মাধ্যমে জন্ম নেয়া মিশ্র চিতা) চিতার সংখ্যা বৃদ্ধি নিয়ে একটি প্রকল্প পরিচালনা করছেন।

২০১১ সালের জুন থেকে ২০১৭ সালের মে পর্যন্ত মিশ্র প্রজাতির চিতার সংখ্যা ২১৭ থেকে বেড়ে দাঁড়ায় ৩৩১টিতে। এতে প্রমাণিত হয়, আফ্রিকায় বন্য চিতার আবাসস্থানের পরিধি বৃদ্ধিতে মিশ্র প্রজাতির চিতার প্রজনন কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। সূত্র: তেহরান টাইমস।