ইরানে এবছর ৯৮০ কিলোমিটার ফ্রিওয়ে উদ্বোধন
পোস্ট হয়েছে: জুন ৪, ২০২০

চলতি ফারসি বছরে (২১ মার্চ ২০২০ থেকে ২০ মার্চ ২০২১) ইরানজুড়ে ৯৮০ কিলোমিটার ফ্রিওয়ে উদ্বোধন করা হবে। ইরানের পরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রী মোহাম্মাদ ইসলামি এই তথ্য জানিয়েছেন।
মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মন্ত্রী বলেছেন, বর্তমানে দেশব্যাপী ২ হাজার ৪৬০ কিলোমিটার ফ্রিওয়ে স্থাপন করা হয়েছে।
চলতি ফারসি বছরে পরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রণলায়ের গৃহীত পরিকল্পনাগুলো উল্লেখ করে ইসলামি আরও জানান, এবছর ১৬শ কিলোমিটার মহাসড়ক ও ৪ লাখ সাশ্রয়ী মূল্যের আবাসিক ইউনিট নির্মাণের বিষয়টিও মন্ত্রণালয়ের এজেন্ডায় রয়েছে।
এই কর্মকর্তার তথ্যমতে, এবছর ইরানে ২৪শ কিলোমিটার রেলপথ নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে।অন্যদিকে ২৯টি বিমানবন্দর উন্নয়ন প্রকল্প সম্পন্ন হতে যাচ্ছে। এতে দেশটিতে বিমানবন্দর দিয়ে ১ কোটি যাত্রী পরিবহন ক্ষমতা বাড়বে। এছাড়া দেশের রেলবহরে দেশীয়ভাবে তৈরি ৭৮০টি নতুন রেল ইঞ্জিন যুক্ত হবে। সূত্র: তেহরান টাইমস।