ইরানে এবছর সুগার বিট উৎপাদন বাড়বে ৫০ শতাংশ
পোস্ট হয়েছে: নভেম্বর ২৪, ২০২০

ইরানে চলতি ফসলবর্ষে (২০২০ এর সেপ্টেম্বরের শেষ দিক থেকে ২০২১ সালের আগস্টের মাঝামাঝি) ইরানের বাৎসরিক সুগার বিট উৎপাদনের পরিমাণ বাড়বে ৫০ শতাংশ। দেশটির কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই তথ্য জানান।
মন্ত্রণালয়ের সুগার বিট প্লানের অপারেটর পেইমান হেসাদি ঘোষণা দেন, চলতি ফসলবর্ষে সুগার বিট চাষ উল্লেখযোগ্যভাবে বাড়বে। আগের বছরের তুলনায় অন্তত ৫০ শতাংশ বাড়তে পারে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।