সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে এপ্রিল পর্যন্ত সব ফুটবল ম্যাচ স্থগিত

পোস্ট হয়েছে: মার্চ ৮, ২০২০ 

news-image

করোনাভাইরাস মহামারির কারণে ইরানে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। বুধবার ইরান ফুটবল ফেডারেশন এই ঘোষণা দিয়েছে।

ঘোষণায় বলা হয়, ইরানের করোনাভাইরাস টাক্সফোর্স আগামী ২ এপ্রিল পর্যন্ত পারসিয়ান গাল্ফ প্রো লিগের সকল ম্যাচ এবং সেই সাথে নিম্ন পর্যায়ের সকল ক্যাটাগরির ম্যাচ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

পরবর্তীতে ম্যাচগুলোর নতুন তারিখ জানানো হবে বলে ঘোষণা দেওয়া হয়।

বুধবার প্রকাশিত প্রতিবেদন মতে, ইরানে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯২ জনে পৌঁছেছে। মোট আক্রান্ত হয়েছে দেশটির ২ হাজার ৯২২ জন নাগরিক। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্ত হয়েছে ৫৮৬ জন। সূত্র: ইরান ডেইলি।