শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে এক সৈনিকের দান করা অঙ্গে জীবন ফিরে ফেলেন ৩ ব্যক্তি

পোস্ট হয়েছে: আগস্ট ২৮, ২০১৬ 

news-image
গত ২২ জুন সড়ক দুর্ঘটনায় ইরানি সৈনিক ভাহিদ হাল্লাজ মারাত্মকভাবে আহত হন। কেরমান গ্যারিসন থেকে তিনি যখন ফিরছিলেন তখন তাকে সহ অন্য সৈনিকদের বহনকারী বাসটি রাস্তার পাশের একটি খাদে পতিত হয়।এরপর গত দু্ই মাস যাবত তিনি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ছিলেন। গত ২৩ আগস্ট তাকে ব্রেন ঘোষণা করায় তার পরিবারের পক্ষ থেকে তার কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ দান করার ঘোষণা দেয়া হয়।  
 
ভাহিদের স্বজনরা তার দুটি কিডনি ও লিভার দান করে দেন। ভাহিদের কিডনি দুটি একজন ৪৭ বছর বয়স্ক পুরুষ ও আরেক ৪৮ বছর নারীর দেহে সংযোজন করা হয়। ভাহিদের লিভার সংযোজন করা হয় ৩৯ বছর আরেক পুরুষের দেহে। গত বৃহস্পতিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইরাজ হারিরচি এ তথ্য জানান বলে খবর দিয়েছে বার্তা সংস্থা মেহর। 
 
ভাহিদ সহ সৈনিকদের নিয়ে যে বাসটি খাদে পড়ে যায় সে দুর্ঘটনায় অন্তত ১৯ জন যাত্রী প্রাণ হারান যাদের সবাই সৈনিক। এতে আহত হয় আরো বেশ কয়েকজন সৈনিক। সূত্র: তেহরান টাইমস