শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে উদ্বোধনের অপেক্ষায় ১ হাজার ১৫টি শিক্ষা প্রকল্প

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২০ 

news-image

ইরানে দেশব্যাপী ১৪ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৩৩০ মিলিয়ন ডলার) ব্যয়ে নির্মিত সর্বমোট ১ হাজার ১৫টি শিক্ষা প্রকল্পের উদ্বোধন করা হবে। এই তথ্য জানিয়েছেন দেশটির শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার, উন্নয়ন ও স্কুলের সরঞ্জাম বিষয়ক সংস্থার পরিচালক মেহরুল্লাহ রাখশানিমেহর।
 
তিনি জানান, ইসলামি বিপ্লবের ৪১তম বিজয় বার্ষিকী উপলক্ষে আগামী দশ দিনের মধ্যে এসব প্রকল্প উদ্বোধন করা হবে। রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ এই খবর দিয়েছে।  

রাখশানিমেহরের তথ্যমতে, প্রকল্পগুলোর আওতায় দেশব্যাপী ৪ হাজার ১৬৮টি শ্রেণিকক্ষ, ১১টি সুইমিংপুল এবং ৩২টি ব্যায়ামাগার রয়েছে।

তিনি আরও জানান, চলতি ইরানি বছরে (২১ মার্চ ২০১৯ থেকে ২০ মার্চ ২০২০) এ পর্যন্ত দেশব্যাপী ১৪ হাজার শ্রেণিকক্ষের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। গত বছরের একই সময় যেখানে ১০ হাজার শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছিল।

২০১৮ সালের ডিসেম্বর রাখশানিমেহর বলেছিলেন, সারা দেশে মোট ৫ লাখ ৩০ হাজার শ্রেণিকক্ষ রয়েছে। এসব শ্রেণিকক্ষের মধ্যে ১ লাখ ৬০ হাজারটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যেগুলো নিরাপত্তা মান পূরণ করতে পারেনি। সূত্র: তেহরান টাইমস।