শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে উদযাপিত হচ্ছে জাতীয় সশস্ত্র বাহিনী দিবস; বিশাল কুচকাওয়াজ

পোস্ট হয়েছে: এপ্রিল ১৮, ২০১৯ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানে উদযাপিত হচ্ছে জাতীয় সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। এসব কুচকাওয়াজে ইরানের প্রতিরক্ষা খাতের সর্বশেষ অর্জনগুলো তুলে ধরা হচ্ছে।

আজকের (বৃহস্পতিবার) এসব কুচকাওয়াজে ইরানের স্থল বাহিনী, নৌ ও বিমান বাহিনী এবং খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটি অংশ নিচ্ছে।

রাজধানী তেহরানে প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তারা কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠা মরহুম ইমাম খোমেনী (রহ)’র মাজারের কাছে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

আজকের কুচকাওয়াজে ইরানের সশস্ত্র বাহিনী নতুন নতুন ক্ষেপণাস্ত্র ও উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শন করছে। এছাড়া, ইরানে তৈরি কাওসার ও সাইকেহ বিমানসহ বিভিন্ন বিমান নিয়ে সশস্ত্র বাহিনী তাদের যুদ্ধনৈপুণ্য ও নানা কৌশল দেখিয়েছে। কুচকাওয়াজে মিগ-২৯, এফ-৪ ফ্যান্টম এবং এফ-১৪ টমক্যাট যুদ্ধবিমান অংশ নেয়। এছাড়া, তাবরিজ, তেহরান, হামেদান ও ইস্ফাহান থেকে যুদ্ধবিমানের সঙ্গে যোগ দেয় জ্বালানি ট্যাংকার বিমান কেসি-৭৪৭ এবং কেসি ৭০৭ বিমান। পার্সটুডে।