ইরানে উচ্চ শিক্ষায় স্কলারশিপ
পোস্ট হয়েছে: মে ২৩, ২০১৯

ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবছর ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকার ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের মাস্টার্স পর্যায়ে দুই জন মেধাবি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করবে। বাছাই পদ্ধতিতে নির্বাচিত দুই শিক্ষার্থী‘এ’ ক্যাটাগরির শিক্ষাবৃত্তির আওতায় সম্পূর্ণ বিনা খরচে ইসলামি প্রজাতন্ত্র ইরানে মাস্টার্সে পড়াশুনার সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীদের এ বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে যোগাযোগ করতে আহবান জানানো হয়েছে।