ইরানে উচ্চশিক্ষায় ১৩৩ দেশের শিক্ষার্থী
পোস্ট হয়েছে: এপ্রিল ১৮, ২০২১

ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত রয়েছেন ১৩৩টি দেশের শিক্ষার্থী। বৃহস্পতিবার ইরানের শিক্ষার্থী বিষয়ক সংগঠনের বিদেশি শিক্ষার্থী বিষয়ক দপ্তরের প্রধান আফশিন আখুন্দজাদেহ এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০১৩ সালে ১৮ হাজার ৬৮৪জন বিদেশি শিক্ষার্থী ইরানে অধ্যয়ন করে। এই সংখ্যা ২০২০ সালে বেড়ে দাঁড়ায় ৫৭ হাজার ৬৭৫ জনে। খবর ইরনার।
বিস্তারিত উল্লেখ করে আখুন্দজাদেহ বলেন, ইরানের বিজ্ঞান মন্ত্রণালয় অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছেন ২৫ হাজার বিদেশি শিক্ষার্থী। এদের মধ্যে ৪ হাজার শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন, স্কলারশিপ ছাড়া রয়েছেন ১৬ হাজার ৬শ শিক্ষার্থী। আর ইরানের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে পড়াশোনা করছেন ১০ হাজার বিদেশি ছাত্রছাত্রী।
তিনি জানান, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ৫৭ শতাংশ মাস্টার ডিগ্রি, ২৭ শতাংশ ব্যাচেলর ডিগ্রি এবং ১৫ শতাংশ পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন। আর মাত্র এক শতাংশ অন্যান্য প্রোগ্রামে পড়াশোনা করছেন। সূত্র: তেহরান টাইমস।