শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে উচ্চতর ফার্সি ভাষা কোর্সে প্রথম হলেন দুই বাংলাদেশি

পোস্ট হয়েছে: আগস্ট ৩১, ২০১৬ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানে বিদেশিদের জন্য আয়োজিত ফার্সি ভাষা ও সাহিত্যের উচ্চতর প্রশিক্ষণ কোর্সে দুই বাংলাদেশি শিক্ষার্থী প্রথম হয়েছেন। ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেহজাবিন ইসলাম।

কোর্স সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ‘সাদি ফাউন্ডেশনে’র প্রধান ও সাবেক সংসদ স্পিকার গোলাম আলী হাদ্দাদ আদেল। তিনি কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। এসব তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক এবং ইরানের তারবিয়্যাতে মোদাররেস ইউনিভার্সিটির পিএইচডি গবেষক  মুমিত আল রশিদ।

তিনি রেডিও তেহরানকে জানিয়েছেন, ‘ইরানে অনুষ্ঠিত একমাসব্যাপী উচ্চতর প্রশিক্ষণ কোর্সে ৪১টি দেশের দুইশ’র বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ছেলে ও মেয়ে-এ দুই ক্যাটাগরিতেই বাংলাদেশি শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করেছেন যা বাংলাদেশিদের জন্য গর্বের বিষয়।’

তিনি আরও বলেন, ‘প্রশিক্ষণ কোর্সটি গত ২ আগস্ট শুরু হয়ে  ২৮ আগস্ট শেষ হয়। প্রতি বছরই ইরানে এ ধরনের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হলেও এবারের আয়োজন ছিল বেশি জাকজমকপূর্ণ।সূত্র: পার্সটুডে