ইরানে ইসলাম গ্রহণ করলেন সুইডিশ নাগরিক
পোস্ট হয়েছে: জুলাই ১৮, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/07/4bmz5cf942e2c2t3lm_800C450.jpg)
ইরানে বসবাসকারী সুইডেনের এক নাগরিক ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে মুসলমান হয়েছেন। ম্যাটস ওলা লিনডেন নামের এ ব্যক্তি আগে খ্রিস্টান ধর্মের অনুসারি ছিলেন এবং সুইডেনে তার সবচেয়ে বড় কাঠের কারখানা রয়েছে।
ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে। তবে, ম্যাটস ওলা মুসলমান হওয়ার পর নতুন কী নাম বেছে নিয়েছেন তা জানায় নি ইরনা। ম্যাটস ওলা ইরানের রাজধানী তেহরানের কাছে পিশভা শহরে বসবাস করতেন। সেখান তার কিছু ব্যবসা-বাণিজ্য রয়েছে।
ইসলাম ধর্মের কিছু মৌলিক নীতিমালার সঙ্গে পরিচিত হওয়ার পর ম্যাটস ওলা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তিনি এখন এক আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মাদ (স)’র ওপর ঈমান এনেছেন। এছাড়া, হযরত আলী (আ) এর ইমামতের প্রতি তিনি আনুগত্য ঘোষণা করেছেন। পিশভা শহরের জুমা নামাজের ঈমাম (শুক্রবার) ম্যাটস ওলাকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। -পার্সটুডে ।