ইরানে ইসলামি বিপ্লব বিষয়ক প্রদর্শনী
পোস্ট হয়েছে: এপ্রিল ১৩, ২০১৬

ইসলামি বিপ্লবের শিল্পকলা সপ্তাহ উপলক্ষে ইরানের আর্ট ব্যুরো তেহরানে গত শনিবার থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ইরানের ফটোগ্রাফারস সেন্টার এক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। এ প্রদর্শনীতে‘দি রেভলুশন’স আর্ট’ নামে মোরতেজা গুদারজি-দিবাজের লেখা পুস্তকটি প্রদর্শন হচ্ছে। এটি খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে।
এ বইতে হাজার খানেক ছবি ও বিভিন্ন দলিলাদি রয়েছে যা ইসলামী বিপ্লবের স্মৃতি বহন করছে। গত কয়েক বছর ধরে ইরানের বিভিন্ন জাতীয় উৎসবে যে ১১ জন শিল্পীকে সম্মাননা দেয়া হয়েছে তাদের স্মরণে এ প্রদর্শনী দুটি আয়োজন করা হয়েছে। একই সঙ্গে প্রদর্শনীতে চিত্র, গ্রাফিক ডিজাইন, ক্যালিগ্রাফি, ভাস্কর্য সহ বিভিন্ন উপকরণের সমাহার রয়েছে । সূত্র: তেহরান টাইমস