মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পক্ষে ভোটের ফলাফল এই দিনে প্রকাশ হয়েছিল

পোস্ট হয়েছে: এপ্রিল ১, ২০২১ 

news-image

৪২ বছর আগে ইসলামি বিপ্লবের বিজয়ের কয়েক সপ্তাহ পর ইরানের নাগরিকরা এক ঐতিহাসিক নির্বাচনে অংশ নিয়েছিল। তারা ওই নির্বাচনে ইসলামি প্রজাতন্ত্রের পক্ষে ভোট দিয়েছিলেন। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মিছিল সমাবেশে স্পষ্ট শ্লোগান ধ্বনিত হত স্বাধীনতা ও ইসলামি প্রজাতন্ত্রের পক্ষে। ইসলামি বিপ্লবের রুপকার আয়াতুল্লাহ রুহল্লা খোমেনি যত শীঘ্র সম্ভব প্রশাসনকে নির্বাচনের আয়োজনের নির্দেশ দেন। মার্কিন সমর্থিত রেজা শাহ পাহলভি সরকারের পতনের দুই মাস পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

ইরানের দুদিনব্যাপি অর্থাৎ ৩০ ও ৩১ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ওই বছর পহেলা এপ্রিল নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায় ৯৮.২ শতাংশ ভোটার ইসলামি প্রজাতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। সেই দিন ইরানের ক্যালেন্ডারে দিনটি ‘ইসলামি প্রজাতন্ত্র দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। ওই নির্বাচন বিশ্বের কাছে এই বার্তা পৌঁছে যায় গণতান্ত্রিক মূল্যবোধের পাশাপাশি একটি ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা পেতে যাচ্ছে এবং তা দেশটির আড়াই হাজার বছরের রাজতন্ত্র উৎখাত করেই। এরপর থেকে  ইরানে প্রেসিডেন্ট, সংসদ, সিটি কাউন্সিলসহ বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। মেহর