শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে ইগলু রিসোর্ট অনুমোদন

পোস্ট হয়েছে: এপ্রিল ২৭, ২০১৬ 

news-image

ইরানে হচ্ছে ইগলু আদলে রিসোর্ট। পর্যটকদের আকৃষ্ট করতেই এধরনের রিসোর্ট তৈরি অনুমোদন দিয়েছে দেশটির সরকার। ইরানের কাজভিনে এধরনের রিসোর্ট তৈরি করা হবে। কাজভিনের মেয়র ও ডেপুটি মেয়র বিষয়টি অনুমোদন দিয়েছেন। বরফপাতের সময় এধরনের ছোট ছোট ইগলু রিসোর্টে আনন্দঘন সময় কাটাতে পারবেন পর্যটকরা। কুড়ি থেকে পঁচিশ বর্গমিটার আয়তনের এধরনের রিসোর্ট বেসরকারি বিনিয়োগে তৈরি হবে। পর্যটকরা ভিন্ন মেজাজ আর আনন্দদায়ক অনুভূতি পাবেন এসব রিসোর্টে এসে। কাজভিন পৌরসভার কর্মকর্তা নাসের গাঞ্জি জানান, রিসোর্টগুলোর নকশা প্রণয়ন করছেন ইরানি প্রকৌশলীরা। যদি এ প্রকল্প লাভজনক হয়ে ওঠে তাহলে এধরনের প্রকল্পের আরো সম্প্রসারণ হবে ভবিষ্যতে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন