ইরানে আল-যাহরা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুয়োগ
পোস্ট হয়েছে: জুন ২৭, ২০১৯

ইসলামী প্রজাতন্ত্র ইরানে আল-যাহরা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ( নারী ) জন্য ভর্তির বিজ্ঞাপ্তি দেয়া হয়েছে। বিদেশী ছাত্রীদের জন্য অনার্স, মাষ্টার্স, পিএইচডি পর্যায়ে পড়াশুনার সুয়োগ রয়েছে। এছাড়াও বিদেশী শিক্ষক ও গবেষকদের ( নারী ও পুরুষ ) জন্য খণ্ডকালিন গবেষনাকর্মেরও সুযোগ রয়েছে। অত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্রীদের বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটhttp://intl.alzahra.ac.ir/Default.aspx?alias=intl.alzahra.ac.ir/En&, http://intl.alzahra.ac.ir or www.saorg.ir এ ভিজিট করতে আহবান জানানো হয়েছে।