ইরানে আমদানি নিষিদ্ধ তালিকায় নতুন ১৪৮ পণ্য
পোস্ট হয়েছে: জুলাই ২১, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/07/3181488-1.jpg)
ইরানে নতুন ১৪৮টি পণ্যসামগ্রী আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রী রেজা রহমানি। নতুন এসব পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় আমদানি নিষিদ্ধ তালিকায় থাকা পণ্যসামগ্রীর সংখ্যা দাঁড়ালো ১৪৮৭টি। মঙ্গলবার ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার মাধ্যম আইআরআইবির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ওই কর্মকর্তার তথ্যমতে, বিগত ইরানি বছরে (যা শেষ হয় ২০ মার্চ ২০১৯) বাণিজ্য মন্ত্রণালয় দেশীয় উৎপাদনের সমর্থনে দেশে কিছু পণ্য সামগ্রী আমদানি নিষিদ্ধ করে। ২০১৮ সালের জুন মাসে মন্ত্রী চার শ্রেণির ১৩৩৯টি পণ্যসামগ্রী আমদানির ওপর নিষেধাজ্ঞা দেন। একই ধরনের এসব পণ্যের দেশীয় প্রতিদ্বন্দ্বী থাকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
আমদানি নিষিদ্ধ কিছু পণ্যসামগ্রী হচ্ছে- গৃহস্থালি জিনিসপত্র, টেক্সটাইল পণ্য, জুতা এবং চামড়াজাত পণ্য, আসবাবপত্র, স্বাস্থ্যসেবা পণ্য, কিছু যন্ত্রপাতি ইত্যাদি।
রহমানি বলেন, সদ্য নিষিদ্ধ হওয়া পণ্যসামগ্রী দেশে আমদানি বন্ধ হলে এবং এসব পণ্য দেশে উৎপাদন করা গেলে কয়েক বিলিয়ন মার্কিন ডলারের বহির্গমন প্রতিরোধ করা যাবে। সূত্র: তেহরান টাইমস।