শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে আন্তর্জাতিক করোনাভাইরাস কার্টুন প্রতিযোগিতায় ৪শ শিল্পকর্ম জমা

পোস্ট হয়েছে: এপ্রিল ১৫, ২০২০ 

news-image

ইরানের ‘উই ডিফিট করোনাভাইরাস’ আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতায় জমা পড়েছে ৪ হাজার ২শটি ব্যাঙ্গচিত্র। এসব শিল্পকর্ম দাখিল করেছেন বিশ্বের ৮৮টি দেশের কার্টুনিস্টরা।

প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য পাঠানো শিল্পকর্মগুলো থেকে প্রায় ২ হাজার কার্টুন ইরানকার্টুন ডটআইআর এ ২৮ দিন যাবত দেখানো হয়। আন্তর্জাতিক কার্টুনিস্টদের পাঠানো এসব শিল্পকর্ম দেখেছেন ১৩ লাখ ৪০ হাজার মানুষ। প্রতিযোগিতাটি চালু করা হয় ৪০ দিন আগে। ইরান আর্টস ব্যুরোর ভিজুয়াল আর্টস অফিসের পরিচালক মাসুদ শোজায়েই-তাবাতাবাই এই তথ্য জানিয়েছেন।

এছাড়া কার্টুনগুলো ইন্সটিটিউট অব কন্টেমপোরারি ভিজুয়াল আর্টস এর ওয়েবসাইটে দেখানো হয়।

আন্তর্জাতিক এই কার্টুন প্রতিযোগিতায় ইরান থেকে সর্বোচ্চ ৪৩৬ জন কার্টুনিস্ট অংশ নেয়। এরপরে তুরস্ক থেকে ৮২ জন, ভারত থেকে ৭৫ জন, ইন্দোনেশিয়া  থেকে ৭০ জন, ব্রাজিল থেকে ৪৮জন ও রাশিয়া থেকে ৩০ জন কার্টুনিস্ট প্রতিযোগিতায় অংশ নেয়।

ইরান আর্টস ব্যুরেরা আয়োজনে অনুষ্ঠিত কার্টুন প্রতিযোগিতায় সহযোগিতায় ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: তেহরান টাইমস।