শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে আঞ্চলিক সংহতিতে ‘ইয়ালদা’র ভূমিকা শীর্ষক ওয়েবিনার

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২০, ২০২০ 

news-image

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ‘ইয়ালদা, রিজিওনাল সলিডারিটি’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার আঞ্চলিক দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে ইরানি কিছু সংস্থা সহযোগিতা করে।

ওয়েবিনারটি আয়োজন করা হয় প্রাচীন ইয়ালদা নাইট বা দীর্ঘতম রাতকে সংরক্ষণ ও অঞ্চলের মানুষদের সংহতিতে রাতটির ভূমিকা বিশদভাবে তুলে ধরতে। সেন্টার ফর পাবলিক ডিপলোম্যাসি অ্যান্ড মিডিয়া অব দ্যা ইরানিয়ান মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, ইসিও কালচারাল ইন্সটিটিউট ও সাদি ফাউন্ডেশন এবং ইরানের আল্লামা তাবাতাবাঈ বিশ্ববিদ্যালয় এই সেমিনারের আয়োজন করে। মেহর নিউজ

উল্লেখ্য, ইরানি ক্যালেন্ডার অনুযায়ী প্রতিবছর ২০ বা ২১ ডিসেম্বর দীর্ঘতম রাত ‘শাবে ইয়ালদা’ উদযাপিত হয়। রাতটি ঘিরে দেশটিতে রয়েছে বেশ কিছু ঐতিহ্য। শীতের দীর্ঘতম এই রাতে পরিবারগুলি একত্রিত হয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠে। সঙ্গে ঐতিহ্যবাহী তরতাজা ফলমূলের সমাহার তো রয়েছেই।