শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে আজ জাতীয় ফেরদৌসি দিবস

পোস্ট হয়েছে: মে ১৪, ২০২০ 

news-image

ইরানে আজ পালিত হচ্ছে মহাকবি ফেরদৌসির জাতীয় স্মৃতি দিবস। ফারসি বছরের ২৫ উরদিবেহেস্ত হিসেবে এবছর ১৪ মে প্রভাবশালী ফারসি কবি ও ফারসি মহাকাব্যের জনককে স্মরণ করা হচ্ছে। প্রাচ্যের ‘হোমার’ খ্যাত ফারসি সাহিত্যের শ্রেষ্ঠ কবি আবুল কাসেম ফেরদৌসি ছিলেন ইরানের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও গৌরবগাথার সার্থক রূপকার। যে কারণে তাঁর জীবনকাহিনী রূপকথার ন্যায় ছড়িয়ে পড়ে।

আবুল কাসেম ফেরদৌসি ৯৪০ খ্রিস্টাব্দে খোরাসানের তুস নগরীর অন্তর্গত তাবরানের বায নামক গ্রামে জন্মগ্রহণ করেন। বিশ্ববিখ্যাত বীরত্বগাথা শাহনামা রচনার মাধ্যমে তিনি ইরানিদের জাতিসত্তা ও ফারসি ভাষার মর্যাদা ও বৈশিষ্ট্যকে সংরক্ষণ করেছেন। তাঁর এ কালোত্তীর্ণ বীরত্বগাথা শাহনামা গ্রন্থটি পৃথিবীর প্রসিদ্ধ ভাষাগুলোতে অনূদিত হয়েছে এবং অসংখ্য সাহিত্যামোদীর মনের খোরাক যুগিয়েছে।

প্রতিবছরই ইরানি মহাকাব্য কবি ফেরদৌসীর জাতীয় স্মৃতি দিবসে বিশ্বের বিভিন্ন দেশের সাহিত্যিক ও পণ্ডিতরা অংশ নেন। এদিন তার সমাধিতে তারা সমবেত হয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা জানান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।