রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে আজ জাতীয় ফারসি কবিতা ও সাহিত্য দিবস

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৬, ২০২০ 

news-image

আজ ইরানের জাতীয় ফারসি কবিতা ও সাহিত্য দিবস। এবছর অনলাইনে দিবসটি উদযাপন করবেন ফারসি ভাষাভাষি কয়েকটি দেশের একদল পণ্ডিত।

তেহরানের ইরান বুক অ্যান্ড লেটারেচার হাউজের আয়োজনে প্রোগ্রাম শুরু হবে বুধবার স্থানীয় সময় বিকেল ৫টায়। ইনস্টাগ্রামে অনুষ্ঠানে অংশ নেয়ার ঠিকানা instagram.com/khaneyeketab

ফারসি কবিতা ও সাহিত্য দিবসে আফগানিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান ও ভারতের কবিরা কবিতা আবৃত্তি ও বক্তৃতা করবেন।

অনলাইন বৈঠকে যোগ দেবেন ভারতীয় সাহিত্য পণ্ডিত আবিদ রেজা নওশাদ, শাফি হাইদার রিজভি ও সৈয়দ জাইগাম আব্বাস নাকভি এবং পাকিস্তানি কবি মির আলি জাফরি, আব্বাস সাতকিব, আহমাদ শাহরিয়ার, কারি আফজাল ইমানি ও জয়নুল আবেদীন খৈ।

এছাড়া অনুষ্ঠানে তেহরান-ভিত্তিক আফগান কবি মোহাম্মাদ সারভার রাজাই ও তাজিক কবি শোহ মানসুর শোহরিজা কিছু ফারসি কবির কবিতা আবৃত্তি করে শোনাবেন। সূত্র: তেহরান টাইমস।