ইরানে আগামী ৬ মাসে পর্যটন খাতে কর্মসংস্থান হবে ১৩০,০০০
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০১৬

ইরানের শ্রম ও সামাজিক কল্যান মন্ত্রী আলী রাবেয়ী বলেছেন, আগামী বছরের মার্চ নাগাদ দেশটির পর্যটন খাতে অন্তত ১ লাখ ৩০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। অর্থাৎ আগামি ফার্সী নতুন বছরের শুরুতে এ কর্মসংস্থান সম্ভব হবে। সরকার পর্যটন খাতে ব্যাপক উন্নয়নে মনোযোগ দেয়ায় এ ধরনের সুযোগ সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি।
ইরানের ইসফাহানে একটি হালাল পাঁচ তারকা হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রাবেয়ী আরো বলেন, এ হোটেলটি তিন বছরে নির্মাণ করা হয়েছে। পর্যটন খাত ইরানের অর্থনীতিতে নতুন গতি সৃষ্টি করার পাশাপাশি কর্মসংস্থানে বিশেষ ভূমিকা রাখবে।
এর আগে গত আগষ্ট মাসে ইরানের পর্যটন মন্ত্রী মাসোদ সোলতানিফার বলেছিলেন, তার দেশ খুব শীঘ্রই মুসলিম পর্যটকদের জন্যে ভ্রমণের আদর্শ স্থান হয়ে উঠবে। হালাল পর্যটন অনুসারে মুসলিম পর্যটকরা ইসলামের রীতি নীতি ও অনুশাসন মেনে চলে ভ্রমণের আনন্দ ভোগ করতে পারবেন।