শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে আকর্ষণীয় ভূদৃশ্যের গোলেস্তান ন্যাশনাল পার্ক

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২০ 

news-image

গোলেস্তান ন্যাশনাল পার্ক বা গোলেস্তান বন অবস্থিত ইরানের উত্তরপূর্বাঞ্চলীয় গোলেস্তান প্রদেশে। ইরানের প্রাচীনতম এই পার্কটি হচ্ছে বন্যপ্রাণীর একটি অনন্য আশ্রয়স্থল। মনোরম ভূদৃশ্যের গোলেস্তান বন যেন ফুটিয়ে তুলেছে উদ্ভিদ এবং জীবজন্তুর এক বিস্তৃত বর্ণালী।

গোলেস্তান পার্ক বিশ্বের অন্যতম প্রাচীন জাতীয় পার্ক। এটি ১৯৩০ সালে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় শীর্ষ ৫০টি বাস্তুতন্ত্রের মধ্যে একটি হিসেবে তালিকাভূক্ত হয়।

৮৭ হাজার ৪০২ হেক্টর জমির ওপর বিস্তৃত পার্কটি ইরানের এক-সপ্তমাংশ উদ্ভিদ প্রজাতি, এক-তৃতীয়াংশ পাখি ও দেশটির অর্ধেক স্তন্যপায়ী প্রাণীর আবাসস্থল। বনটিতে ১ হাজার ৩৫০ প্রজাতির গাছপালা ও ৩০২ প্রজাতির বন্যপ্রাণী রয়েছে।

পার্কটিতে যেসব বন্যপ্রাণীর বসবাস

গোলেস্তান বনে চিতাবাঘ, ব্রাউন ভাল্লুক, শৃগাল, পার্সিয়ান আইবেক্স, নেকড়ে, বন্য বিড়াল, ক্যাস্পিয়ান লাল হরিণ, বন্য শুয়োর, গেজেল, পাহাড়ি ছাগল, শিয়াল এবং কোয়েট ইত্যাদি বন্যপ্রাণী বসবাস করে। অন্যদিকে, বৃক্ষরাজির মধ্যে আলমা জাফরান, পারসিয়ান আয়রনউড ইত্যাদি অনন্য প্রজাতির উদ্ভিদ দেখা যায় পার্কটিতে।

অতীতে এশীয় চিতা বসবাস করতো মিরজাবাইলু সমতল অঞ্চলে। তবে সর্বশেষ এই অঞ্চলে চিতা দেখা গেছে কমপক্ষে ৪০ বছর আগে। অবশ্য ২০১৪ সালের অক্টোবর সমতল অঞ্চলটিতে একটি চিতার দেখা মিলেছে। কিন্তু কেউ তার ছবি তুলতে পারেনি। গোলেস্তান ন্যাশনাল পার্কের আবহাওয়া আদ্র থেকে আধা শুষ্ক পর্যন্ত পরিবর্তিত হয়ে থাকে। সূত্র: তেহরান টাইমস।