শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে অ্যালুমিনিয়ামের পাত উৎপাদন ৬১ শতাংশ বৃদ্ধি

পোস্ট হয়েছে: এপ্রিল ২০, ২০২১ 

news-image
১৩৯৯ ফারসি বছরের চাইতে এর পরের ফারসি বছরে ৬১ শতাংশ অ্যালুমিনিয়ামের পাত উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আগের ফারসি বছরে ইরানে অ্যালুমিনিয়ামের  পাত উৎপাদন হয় ৪ লাখ ৪৬ হাজার ৮শ টন। ইরানের খনিজ ও খনি শিল্প উন্নয়ন অর্গানাইজেশন এ তথ্য দিয়েছে। ১৩৯৮ ফারসি বছরে ইরানের অ্যালুমিনিয়ামের  উৎপাদন ছিল ২ লাখ ৭৮ হাজার ৩১৮ টন। ইরানের অ্যালুমিনিয়াম  কোম্পানি আইআরএএলসিও সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম  উৎপাদন করেছে। এ কোম্পানিটি উৎপাদন করে ১ লাখ ৮৫ হাজার টন। ইরান চাহিদার ভিত্তিতে অ্যালুমিনিয়াম  উৎপাদন আরো বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। গত এপ্রিলে ইরানের সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম  উৎপাদন কমপ্লেক্স নির্মাণের কাজ ফার্স প্রদেশে শুরু হয়। এরফলে ইরানে অ্যালুমিনিয়াম  উৎপাদন সহজেই বৃদ্ধি করা সম্ভব হবে। বছরে ইরানে বর্তমানে ২২ বিলিয়ন ডলার মূল্যের অ্যালুমিনিয়াম  উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ প্রয়োজন মিটিয়ে ইরান এ ধাতব রফতানি করে। বিশ্বের অ্যালুমিনিয়াম  উৎপাদিত দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান ১৮তম। যে নতুন চারটি অ্যালুমিনিয়াম  প্লান্ট নির্মাণের কাজ চলছে তা সম্পন্ন হলে ইরান বিশ্বে ১৪তম বৃহৎ অ্যালুমিনিয়াম  উৎপাদনকারী দেশে পরিণত হবে। ইরান বছরে দেড় মিলিয়ন টন অ্যালুমিনিয়াম  উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আগাচ্ছে। তেহরান টাইমস