শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে অ্যাকুরিয়ামের মাছ উৎপাদনে সফলতা

পোস্ট হয়েছে: মার্চ ১, ২০১৭ 

news-image
ইরানে গত ৯ মাসে রঙিন প্রজাতির বাহারি মাছ উৎপাদনে বেশ সফলতা পাওয়া গেছে। এধরনের বাহারি মাছ অ্যাকুরিয়ামে অনেকে সখ করে পোষেন। এমনকি সৌন্দর্য বৃদ্ধির কাজে এধরনের মাছ হোটেলপার্ক সহ জনসমাগম হয় এমন স্থানে রাখা হয়। গত ২০ ডিসেম্বর পর্যন্ত ৯ মাসে উৎপাদিত ২শ’ মিলিয়ন মাছের মধ্যে ৮০ মিলিয়ন বা ৪০ শতাংশই গোল্ডফিশ। ইরানি নতুন বছর বা নওরোজ উপলক্ষে এ ধরনের মাছ অনেকে বাড়ি ঘরেঅফিস বা বিভিন্ন স্থানে শোভা বর্ধনের জন্যে কিনে থাকেন।
বার্তা সংস্থা ইরনাকে সংশ্লিষ্ট কর্মকর্তা মোহাম্মদ হাসান এলাহি জানিয়েছেননওরোজ উপলক্ষে এধরনের বাহারি মাছের বিপুল চাহিদা সামনে রেখে এসব মাছ উৎপাদন করা হয়েছে। দুই সপ্তাহের নওরোজ উৎসবে ইরানিরা এধরনের বাহারি মাছ জীবনের প্রতীক হিসেবে শুধু নয়সুখ ও সুস্বাস্থ্য কামনায় অ্যাকুরিয়াম থেকে শুরু করে চৌবাচ্চায় রাখেন। আগামী ২১ মার্চ ইরানে নওরোজ উৎসব শুরু হতে যাচ্ছে।
সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন।