ইরানে অমিক্রন পরীক্ষার র্যাপিড টেস্ট কিট উৎপাদন
পোস্ট হয়েছে: জানুয়ারি ২, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/01/4007772.jpg)
ইরানের একটি প্রযুক্তি কোম্পানি অ্যান্টিজেন-ভিত্তিক দ্রুত শনাক্তকরণ কিট তৈরি করেছে। এই কিটটি দিয়ে ২০ মিনিটেরও কম সময়ে করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করতে পারে। মেহর বার্তা সংস্থা বৃহস্পতিবার এই খবর দিয়েছে।
কোম্পানিটি একটি অ্যান্টিজেন-ভিত্তিক এন এবং এস দ্রুত শনাক্তকরণ কিট তৈরি করেছে যা একই সাথে স্পাইক এবং নিউক্লিওক্যাপসিডের দুটি প্রোটিন শনাক্ত করে। এই ধরনের কিট বিশ্বে প্রথম। এটি ভাইরাসের.বিভিন্ন মিউট্যান্ট শনাক্ত করার পাশাপাশি করোনাভাইরাস শনাক্তকরণের নির্ভুলতাকে ব্যাপকভাবে বৃদ্ধি করে। ইরানে এখন পর্যন্ত অমিক্রনের ৪৩টি কেস শনাক্ত করা হয়েছে। গত বছর, মহামারি চলাকালীন কোভিড-১৯ অ্যান্টিজেন-ভিত্তিক ডায়াগনস্টিক কিটগুলোর প্রথম প্রস্তুতকারক হিসেবে সংস্থাটি বিশ্বের এই কিট উৎপাদনে শীর্ষ তিনটি প্রস্তুতকারকের মধ্যে ছিল। সূত্র: তেহরান টাইমস।