রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য আরদেবিলের হির

পোস্ট হয়েছে: জুলাই ১৪, ২০২১ 

news-image

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় আরদেবিল প্রদেশের প্রাচীন শহর হির দেশের অন্যতম পর্যটন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রাদেশিক পর্যটন প্রধান নাদের ফাল্লাহি সোমবার বলেন, পর্যটন অবকাঠামোর বিকাশ ও সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে বাস্তবিক কিছু পদক্ষেপ নেওয়ায় শহরটি এখন একটি বড় পর্যটন গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে।

এই কর্মকর্তা বলেন, ২০২০ সালের জানুয়ারি মাসে একটি বাঁকা-কাচের ঝুলন্ত ব্রিজ উদ্বোধনের পর হিরের পর্যটন খাত নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছে।

বাঁকা-কাচের পাত দিয়ে তৈরি সেতুটির দৈর্ঘ্য ২২০ মিটার। সেতুটি হির জেলার দুটি পাহাড়কে সংযুক্ত করেছে। দেশীয় প্রকৌশলীরা উচ্চ মানের উপকরণ ব্যবহার করে ঝুলন্ত ব্রিজের কাচের সব অংশ ও ধাতু ক্যাবল নির্মাণ করেছেন। বলা হয়ে থাকে, বিশ্বে এই ধরনের সেতু এটিই প্রথম ।

ফাল্লাহি আরও জানান, শহর জুড়ে কিছু ঐতিহাসিক কাঠামো ও প্রাচীন ভবন রয়েছে যা জাতীয় ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে এবং এগুলো পুনরুদ্ধারে বাজেট ও তহবিল বরাদ্দ দেয়া হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান ও অতিথিপরায়ণ মানুষের জন্য হির বেশ পরিচিত বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।