শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে অন্ধ হাফেজ ও ক্বারীদের প্রতিযোগিতা শুরু, অংশ নিচ্ছে বাংলাদেশ

পোস্ট হয়েছে: এপ্রিল ২০, ২০১৭ 

news-image

ইরানের রাজধানী তেহরানে বুধবার থেকে শুরু হয়েছে অন্ধ হাফেজ ও ক্বারীদের আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে বাংলাদেশসহ ২৩টি দেশের বিখ্যাত অন্ধ হাফেজ ও ক্বারীরা অংশ নেবেন। এসব তথ্য জানিয়েছেন ইরানের জাতীয় ওয়েলফেয়ার অর্গানাইজেনের প্রধান হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মাহদি সাইয়্যেদ মোহাম্মাদি।

তিনি বলেছেন, এবারের কুরআন প্রতিযোগিতায় যেসব দেশের প্রতিযোগীরা অংশ নেবেন তার মধ্যে রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, আইভরি কোস্ট, মিশর, নাইজার, লেবানন, ইরাক, তুরস্ক, তাঞ্জানিয়া, সেনেগাল, নাইজেরিয়া, সিরিয়া, জর্দান, ইয়েমেন, টোগো, ক্যামেরুন।

সাইয়েদ মাহদি সাইয়্যেদ মোহাম্মাদি আরও বলেছেন, পবিত্র কুরআন চর্চার ক্ষেত্রে অন্ধদের সক্ষমতা সম্পর্কে সবাইকে অবহিত করার পাশাপাশি অন্ধদের মধ্যে কুরআন চর্চা আরও বাড়াতে চায় ইরান। এ ধরনের বিভিন্ন লক্ষ্যকে সামনে রেখেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আগামী ২৭ এপ্রিল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্ধ হাফেজ ও ক্বারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির সঙ্গে সাক্ষাৎ করবেন। সূত্র: পার্সটুডে।