শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে অনিয়ন্ত্রিত সিম কার্ড পাবেন বিদেশি পর্যটকরা

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২৩ 

news-image

পর্যটনের প্রসারে বিদেশি দর্শনার্থীদের জন্য বিশেষ সিম কার্ড প্রদানের একটি প্রস্তাব অনুমোদন করেছে ইরান। এই পদক্ষেপের ফলে বিদেশি পর্যটকদের জন্য ইন্টারনেট বিধিনিষেধ তুলে নেওয়া হবে।

পরিকল্পনার আওতায়, ইসলামি প্রজাতন্ত্র ইরানে আসা আন্তর্জাতিক পর্যটকদের বিধিনিষেধহীন সিম কার্ড সরবরাহ করা হবে। সোমবার দেশটির উপ-পর্যটন মন্ত্রী আলী-আসগর শালবাফিয়ান এই তথ্য জানান।

প্রেস কনফারেন্সে কথা বলতে গিয়ে এই কর্মকর্তা বলেন, তালিকাভুক্ত ট্রাভেল এজেন্সিগুলির মাধ্যমে সীমাহীন ইন্টারনেট সরবরাহ করা হবে।

আশা করা হচ্ছে, পর্যটন সংশ্লিষ্ট স্থানীয় কিছু ব্যক্তি, যেমন হোটেল স্টাফ এবং ট্যুর গাইডকেও এই ধরনের বিশেষাধিকার প্রদান করা হবে। সূত্র: তেহরান টাইমস