শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের অবস্থার উন্নতি

পোস্ট হয়েছে: মে ২৩, ২০২২ 

news-image
ইরানে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের অবস্থার উন্নতি হয়েছে। যেসব ক্ষেত্রে উন্নতি হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, স্বাস্থ্য বীমা কাভারেজ, দীর্ঘ আবাসন, স্বল্প সময়ে ভিসা প্রসেসিং এবং অনুকরণীয় ছাত্রদের পুরস্কার প্রদান। দেশটির বিজ্ঞান মন্ত্রণালয়ের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী এসব তথ্য জানান।
জাফর রাজেকি বলেন, আবাসনের সময়সীমা বর্তমানে এক বছরের জন্য বাড়ানো হয়েছে। কিন্তু প্রথমবারের মতো কিছু আন্তর্জাতিক ছাত্রকে তাদের শিক্ষাকালের উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতি দেওয়া হয়েছে। শনিবার বার্তা সংস্থা ইসনা এই খবর দিয়েছে।
বিশেষ করে সাম্প্রতিক মাসগুলিতে অ-ইরানি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলির মধ্যে একটি হচ্ছে ভিসা প্রক্রিয়াকরণের সময় বেশি লাগা। কিন্তু এখন এই সময়টি এক তৃতীয়াংশ কমিয়ে আনা হয়েছে। এবছর সেরা বিদেশী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তিনি।উল্লেখ্য, ১৩৩টি দেশের প্রায় ৫৭ হাজার ৬৭৫ জন বিদেশি নাগরিক ইরানের বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যয়ন করছে। সূত্র: তেহরান টাইমস।