মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে অটোমোবাইল রপ্তানি ৫.৭ মিলিয়ন ডলার ছাড়াল

পোস্ট হয়েছে: নভেম্বর ২৫, ২০২০ 

news-image

গত ইরানি বছরে (২০ মার্চ ২০১৮ থেকে ১৯ মার্চ ২০১৯) ১ হাজার ৩০০টি অটোমোবাইল রপ্তানি করেছে ইরান। এই রপ্তানি থেকে দেশটির আয় হয়েছে ৫৭ লাখ ২২ হাজার ৭ মার্কিন ডলার। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র রুহোল্লাহ লাতিফি এই তথ্য জানান।

তার তথ্য মতে, ইরানের উল্লিখিত এসব অটোমোবাইল পণ্য রপ্তানি হয়েছে নয়টি দেশে। এগুলো হলো হং কং, তাইওয়ান, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), স্পেন, চিন, ইরাক ও তুরস্ক।

ইরানি এই কর্মকর্তা আরও জানান, ইরানি গাড়ির শীর্ষ তিন আমদানিকারক দেশ হলো ইরাক, আজারবাইজান ও সিরিয়া। ইরাক দেশটি থেকে ৩১ লাখ ২২ হাজার ৯ ডলার, আজারবাইজান ১১ লাখ ৫৯ হাজার ৪শ ডলার ও সিরিয়া ৯ লাখ ৮১ হাজার ৮২৫ ডলার মূল্যের গাড়ি আমদানি করেছে। সূত্র: তেহরান টাইমস।