শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে অঙ্গদান বেড়েছে ৩০ শতাংশ

পোস্ট হয়েছে: জুলাই ৩১, ২০২২ 

news-image
ইরানে গত বছরের একই সময়ের তুলনায় গত মাসে (২২ জুন-২২ জুলাই) অঙ্গ দান ৩০ শতাংশ বেড়েছে। এই তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী সাইদ করিমি।
তিনি বলেন, ২১ মার্চ থেকে শুরু হওয়া চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় অঙ্গ দান ২০ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়েছে।
বিস্তারিত জানিয়ে তিনি বলেন, গত চার মাসে ৩৫৬ জন ব্যক্তি অঙ্গ দান করেছেন, যা আগের তুলনায় উল্লেখযোগ্য বেশি। গত বছর প্রতি দশ লাখে মানুষের অঙ্গদানের অনুপাত ছিল ১২.৮। একই সময়ে ১৩৯৯ (মার্চ ২০২০-২০২১) এবং ১৪০০ (মার্চ ২০২১-২০২২) ফারসি বছরে যথাক্রমে এটি ছিল ৫.৪ এবং ১০.২। সূত্র: তেহরান টাইমস।