ইরানে অগ্নিমন্দিরে প্রাচীন জিপসাম ফার্নিচার আবিষ্কার
পোস্ট হয়েছে: জুন ২, ২০২১
মধ্য ইরানের একটি অগ্নিমন্দির থেকে কয়েক সেট প্রাচীন জিপসামের তৈরি আসবাবপত্র আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। সম্প্রতি একটি প্রত্নতাত্ত্বিক খনন অভিযানে একটি খোদাই করা টেবিল ও চেয়ারসহ এসব আসবাবপত্র আবিষ্কৃত হয়।
সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন অধিদপ্তরের গবেষণা প্রতিষ্ঠানের তথ্যমতে, উদ্ধার হওয়া প্রমাণাদি থেকে ধারণা করা হচ্ছে, সাসানি যুগে (২২৪ থেকে ৬৫১) ঐতিহ্যগত আচার-অনুষ্ঠানের জন্য এই আসবাবপত্রগুলো ব্যবহার করা হতো।
তেহরান ও ইসফাহান বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদদের একটি যৌথ দল ভিগল অগ্নি মন্দিরে বস্তুগুলো আবিষ্কার করেন। কাশানের নিকটে আরান-বিদগলের ১০ কিলোমিটার উত্তরে মন্দিরটি অবস্থিত। সূত্র: তেহরান টাইমস।