ইরানের ৯ মাসে খনিজ রপ্তানি থেকে আয় ৯ বিলিয়ন ডলার
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২৫
ইরানি খনি ও খনি শিল্প উন্নয়ন ও সংস্কার সংস্থা (আইএমআইডিআরও) জানিয়েছে, চলতি ইরানি ক্যালেন্ডার বছরের (২১ মার্চ থেকে শুরু) প্রথম নয় মাসে ইরান থেকে ৯ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের খনিজ পন্য রপ্তানি হয়েছে।
২০২৪ সালের ২১ মার্চ থেকে ২২ ডিসেম্বর মধ্যে ইরান থেকে ৪৬ মিলিয়ন টনেরও অধিক বিভিন্ন ধরণের খনি ও খনিজ পণ্য রপ্তানি করা হয়েছে। এই রপ্তানি থেকে আয় হয়েছে ৯ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় যা এক শতাংশ বেশি।
আইএমআইডিআরও জানায়, আগের ইরানি ক্যালেন্ডার বছরের (২১ মার্চ থেকে ২২ ডিসেম্বর ২০২৩) প্রথম নয় মাসে দেশটি থেকে ৯ দশমিক ৮২৯ বিলিয়ন ডলারের খনি ও খনিজ পণ্যে রপ্তানি করা হয়। সূত্র: মেহর নিউজ