ইরানের ৯ মাসে কৃষি রপ্তানি আয় ৪ বিলিয়ন ডলার
পোস্ট হয়েছে: জানুয়ারি ৩১, ২০১৮

গত বছরের ২২ ডিসেম্বর পর্যন্ত বিগত নয় মাসে ৪ দশমিক ২ মিলিয়ন টন কৃষি পণ্য রপ্তানি করেছে ইরান। এ থেকে দেশটির আয় হয়েছে ৪ বিলিয়ন মার্কিন ডলার। ইরানি সংবাদ সংস্থা ইরনা সেদেশের উপ কৃষিমন্ত্রী আবদোল মেহদি বখশানদেহর উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।
তিনি জানান, মূল্যের দিক দিয়ে ওই নয় মাসে ইরানের সর্বমোট তেল বহির্ভূত রপ্তানির মধ্যে কৃষি পণ্য রপ্তানি হয়েছে ১২ দশমিক ৭ শতাংশ। আর ওজনের দিক দিয়ে মোট তেল বহির্ভূত রপ্তানির মধ্যে কৃষি পণ্য রপ্তানি হয়েছে ৪ দশমিক ৭৪ শতাংশ।
এ সময়ে মূল্যের দিক দিয়ে ইরানের কৃষি পণ্য সামগ্রীর মধ্যে রপ্তানি তালিকার শীর্ষে ছিল ফলমূল। এ নয় মাসে ১ দশমিক ৯২ বিলিয়ন ডলারের ৯ লাখ ৬ হাজার টন ফলমূল রপ্তানি করেছে ইরান।
ইরানের কেন্দ্রীয় ব্যাংক ‘সেন্ট্রাল ব্যাংক অব ইরান’ এর তথ্য মতে, গত বছর আগের বছরের একই সময়ের তুলনায় ইরানের কৃষি পণ্য রপ্তানি বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। সূত্র: ফিনানসিয়াল ট্রিবিউন।