ইরানের ৯৮ ভাগ গ্রামবাসী ইন্টারনেট সুবিধা ভোগ করে
পোস্ট হয়েছে: জুলাই ১১, ২০২১

ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোহাম্মাদ জাভাদ আজারি জাহরোমি বলেছেন, গ্রামের বাসিন্দাদের ৯৮ শতাংশের বেশি মানুষ বর্তমানে ইন্টারন্টে সুবিধার আওতায় রয়েছে। শনিবার নিজের ট্যুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, ইরানের গ্রামের ৯৮ দশমিক ৫ শতাংশ বাসিন্দা ও শহরের শতভাগ নাগরিকের ইন্টারেনেট প্রবেশাধিকার রয়েছে।
ইরানের প্রথম ও বৃহত্তম মোবাইল অপারেটর হামরাহে আভভালের ৩ কোটি ৭০ লাখ ব্যবহারকারী রয়েছে। কোম্পানিটি ৩জি, ৪জি ও ৫জি ইন্টারনেট সেবা দিয়ে থাকে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।