বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ৭৯ বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্য

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২০ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম ১১ মাসে (২১ মার্চ ২০১৯ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২০) ইরানের ৭৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য হয়েছে। এই তথ্য জানিয়েছেন ইরানের ইকোনোমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ফাইন্যান্স (এমইএএফ) মন্ত্রী ফারহাদ দেজপাসান্দ।

ইরানের বিরুদ্ধে আমেরিকার কঠোর অবরোধ সত্বেও উল্লিখিত সময়ে দেশটির রপ্তানি হয়েছে ৩৯ বিলিয়ন ডলারের এবং আমদানি হয়েছে ৪০ বিলিয়ন ডলারের। গত বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি ও আমদানি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বলে জানান তিনি।

ইকোনোমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ফাইন্যান্স (এমইএএফ) মন্ত্রী মঙ্গলবার সরকারি ও বেসরকারি খাতের মধ্যকার ডায়ালোগ কাউন্সিলের এক বৈঠকে এই তথ্য জানান। দেজপাসান্দ বলেন, অবরোধের মধ্যেও তার দেশ ১১ মাসে ৩৯ বিলিয়ন ডলারের পণ্য সামগ্রী রপ্তানি করতে সক্ষম হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।