সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের ৭০ লাখ মানুষের টিকাদান সম্পন্ন

পোস্ট হয়েছে: জুলাই ৮, ২০২১ 

news-image

ইরানের করোনাভাইরাস দমন বিষয়ক জাতীয় টাক্সফোর্সের মুখপাত্র আলিরেজা রায়েইসি বুধবার জানিয়েছেন, দেশব্যাপী ৮১ লাখের অধিক করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণ করা হয়েছে।

তিনি জানান, ইরানের স্বাস্থ্য খাতকে এ পর্যন্ত ৮১ লাখ করোনো ভ্যাকসিনের ডোজ সরবরাহ করা হয়েছে। এরমধ্যে ৭৮ লাখ ডোজ দেশব্যাপী বিতরণ করা হয়েছে। আর ৭০ লাখ মানুষ ইতোমধ্যে টিকা গ্রহণ করেছে।

রায়েইসি বলেন, ইরানে আগামীকাল আরও ১৫ লাখ ভ্যাকসিন আসবে। আগামী ইরানি মাস মোরদাদে ৫০ থেকে ৬০  লাখ ডোজ টিকা আমদানি করা হবে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।