মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ৫ মাসে ২ বিলিয়ন ডলারের কৃষি পণ্য রপ্তানি

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০২৩ 

news-image
চলতি ইরানি বছরের প্রথম পাঁচ মাসে ১ দশমিক ৯৯৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ফসল এবং কৃষিজাত পণ্য রপ্তানি করেছে ইরান। গত বছরের একই সময়ের তুলনায় যা ১৯ শতাংশ বেশি। একজন ইরানি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
ইরানের গ্রামীণ সমবায়ের কেন্দ্রীয় সংস্থার মনিটরিং এবং বৈদেশিক বাণিজ্য বিভাগের তত্ত্বাবধায়ক রুহুল্লাহ লাতিফি বলেছেন, ইরানি বছরের প্রথম পাঁচ মাসে (২১ মার্চ থেকে যা শুরু হয়েছে) ১ দশমিক ৯৯৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মৎস্য, পশুসম্পদ, কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি করা হয়েছে।এই মধ্যে ১ দশমিক ৬৮০ বিলিয়ন ডলালের পণ্য রপ্তানি করা হয়েছে ১৫টি প্রতিবেশী দেশে।
খাদ্য ও কৃষি পণ্যের রপ্তানি গন্তব্যের বিষয়ে লতিফি বলেন, ইরাক ছিল ইরানের খাদ্য ও কৃষি পণ্যের প্রথম রপ্তানি গন্তব্য। দেশটিতে ৭২৯ দশমিক ৬০৭ মিলিয়ন ডলারের কৃষি পণ্য রপ্তানি হয়। যা মোট কৃষি ও কৃষি পণ্য রপ্তানির ৩৭ শতাংশ।
লতিফির মতে, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, পাকিস্তান এবং আফগানিস্তান বছরের প্রথম পাঁচ মাসে ইরানের কৃষি, খাদ্য, গবাদি পশু এবং মৎস্যজাত পণ্যে দ্বিতীয় থেকে পঞ্চম রপ্তানি গন্তব্য ছিল। সূত্র: মেহর নিউজ।