ইরানের ৪৩ বিশ্ববিদ্যালয়ে ৪০ হাজার বিদেশি শিক্ষার্থী
পোস্ট হয়েছে: নভেম্বর ১৬, ২০২০
ইরানের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো থেকে বহু বিদেশি মেধাবীদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান উপমন্ত্রী আব্দোল-হামিদ আলিজাদেহ। তিনি বলেন, বর্তমানে ৪৩টি ইরানি বিশ্ববিদ্যালয়ে ৪০ হাজার বিদেশি শিক্ষার্থী পড়ালেখা করছে। এদের মধ্যে বিজ্ঞান মন্ত্রণালয়ের অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যায়ন করছে ২২ হাজার শিক্ষার্থী, আজাদ ইউনিভার্সিটিতে ৮ হাজার, স্বাস্থ্য মন্ত্রণালয় অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ৩ হাজার আর বাকিরা অধ্যায়ন করছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে।
তিনি আরও জানান, এ পর্যন্ত ইরানে পড়াশোনা করতে এসেছে বিশ্বের ১২৯টি দেশের শিক্ষার্থী। কোম প্রদেশের ২৩টি বিশ্ববিদ্যালয়ের ৭ হাজার বিদেশি শিক্ষার্থী অধ্যায়ন করছে। সূত্র: তেহরান টাইমস।