সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ৪১তম বিপ্লব বার্ষিকীতে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১২, ২০২০ 

news-image

ইরানের ৪১তম বিপ্লব বার্ষিকীতে বাংলাদেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় ইরানের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

এসব দেশের মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ইতালি, বেলজিয়াম, স্পেন, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, কাজাখিস্তান, কিরঘিজিস্তান, আলজেরিয়া, তিউনিশিয়া, জার্মানি, ফ্রান্স, ক্রোয়েশিয়া, আফগানিস্তান, লেবানন, ইরাক, থাইল্যান্ড, কাতার, আজারবাইজান প্রজাতন্ত্র, তাজিকিস্তানসহ আর বহু দেশ।

ইরানের ইসলামি বিপ্লবের একচল্লিশতম মহান বিজয় বার্ষিকীতে এসব দেশ প্রেসিডেন্ট রুহানিসহ ইরানের সরকার এবং জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ইমাম খোমেনির (রহ) নেতৃত্বে সংঘটিত ইসলামি বিপ্লবের একচল্লিশতম বার্ষিকী  ১১ ফেব্রুয়ারি সমগ্র ইরানব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।

লক্ষ লক্ষ জনতা ইরানের বিভিন্ন এলাকায় বিজয় মিছিলে অংশ নেয়। তারা মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব আধিপত্যবাদীদের বিচিত্র ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ প্রতিরোধ চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করে শ্লোগান দেয়।