সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ৩৫টন ন্যানো তোয়ালে রপ্তানি

পোস্ট হয়েছে: নভেম্বর ১২, ২০২০ 

news-image

চলতি ইরানি বছরের শুরু থেকে (২০ মার্চ) সাত মাসে আজারবাইজান ও ইরাকসহ প্রতিবেশী দেশগুলোতে ৩৫ মিলিয়ন টন ন্যানো তোয়ালে রপ্তানি করেছে ইরানের একটি কোম্পানি।

ওই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেইদার বাদর বলেন, গত ইরানি বছরে তার কোম্পানি জরজিয়া, ইরাক ও আজারবাইজান প্রজাতন্ত্রে ন্যানো পণ্য রপ্তানি করেছে।

তিনি জানান, করোনা ভাইরাস মহামারি সত্বেও ইরাক ও আজারবাইজানসহ প্রতিবেশী দেশগুলোতে কোম্পানিটি ৩৫ টন ন্যানো তোয়ালে রপ্তানি করতে সক্ষম হয়েছে। ইরানি কোম্পানিটি হোটেল ও হাসপাতালসহ বিভিন্ন খাতের উচ্চমানের পণ্যসামগী সরবরাহ করে থাকে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজিন্স।