বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের ৩২ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৬, ২০২০ 

news-image

ইরানের ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ২০১৯ সালে ৩১ দশমিক ৯ মিলিয়ন টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করতে সক্ষম হয়েছে। বিশ্ব ইস্পাত সমিতি ডাব্লিউএসএ প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।

পরিসংখ্যানে দেখা যায়, ২০১৮ সালে অপরিশোধিত ইস্পাত উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ২৪ দশমিক ৫২ মিলিয়ন টন। আগের বছরের তুলনায় গত বছর উৎপাদন বেড়েছে ১৭ দশমিক ৭২ শতাংশ।

ইরান বিশ্বে ইস্পাত উৎপাদনে ২০১৭ সালে ১৪তম ও ২০১৮ সালে দশম স্থান লাভ করে। ডাব্লিউএসএ প্রতিবেদন মতে, ২০১৯ সালে অপরিশোধিত ইস্পাত উৎপাদনে চীন বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। দেশটি ৯৯৬ দশমিক ৩৪ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করেছে। সূত্র: ইরান ডেইলি।