বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ৩০ মিলিয়ন ডলারের হাতে-বোনা গালিচা রপ্তানি

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৮, ২০১৯ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই) ৩০ মিলিয়ন ডলারের হাতে-বোনা গালিচা রপ্তানি করেছে ইরান। ইরান চেম্বার অব কো-অপারেটিভের কার্পেট, হ্যান্ডিক্র্যাফ্ট ও ট্যুরিজম কমিটির চেয়ারম্যান আবদোল্লাহ বাহরামি এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত বছর ইরান থেকে ৪২০ মিলিয়ন ডলার মূল্যে হাতে-বোনা গালিচা রপ্তানি হয়।

রোববার তেল রপ্তানির ওপর দেশের নির্ভরশীলতা কমিয়ে আনা নিয়ে এক বৈঠকে এসব তথ্য জানান বাহরামি। এসময় তিনি জোর দিয়েই বলেন, ইরানের গালিচা শিল্প ব্যাপক সক্ষমতা উপভোগ করছে, এটি তেল রপ্তানির বিকল্প হতে পারে।

বাহরামি আরও জানান, তার দেশে ২০ লাখ তাঁতী সক্রিয় রয়েছেন। বর্তমানে ইরানের বছরে ৬০ লাখ মিটার হাতে-বোনা গালিচা তৈরির সক্ষমতা রয়েছে। যা রপ্তানি করে দেশটির পক্ষে প্রায় ৩ বিলিয়ন ডলার আয় করা সম্ভব। ইরানি গালিচার প্রধান প্রধান রপ্তানি গন্তব্য হচ্ছে জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, জাপান ও চীন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।