ইরানের ৩০টি বাঁধ পর্যটন গন্তব্যে পরিণত হচ্ছে
পোস্ট হয়েছে: মার্চ ৩, ২০২১

ইরানব্যাপী মোট ৩০টি বাঁধকে পর্যটন গন্তব্যে পরিণত করা হবে। রোববার ইরানের পানি ও বর্জ্য পানি বিষয়ক জ্বালানি উপমন্ত্রী কাশেম তাকিজাদেহ খামেসি এই তথ্য জানান।
তিনি বলেন, বাছাইকৃত ওই বাঁধগুলোতে পর্যটন অবকাঠামো নির্মাণে মোট ১৩শ বিলিয়ন রিয়াল (৩০ মিলিয়ন ডলার) বরাদ্দ দেয়া হয়েছে। প্রকল্পগুলো পুরোপুরিভাবে চালু হলে বাঁধগুলোতে গড়ে ওঠা পানি পর্যটনে আনুমানিক তিন হাজার মানুষের সরাসরি কর্মসংস্থান তৈরি হবে।
এই কর্মকর্তা আরও জানান, ইরানে মোট ১৮২টি বাঁধ নির্মাণ করা হয়েছে। এসবের অধিকাংশই পর্যটন গন্তব্যে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: তেহরান টাইমস।